জমি দখলের অভিযোগ নিয়ে অমর্ত্য সেন(Amartya Sen-Mamata Banerjee Meeting) এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের মধ্যে সংঘাত চরমে। তার মাঝেই এবার এই নোবেলজয়ীর বাড়ি 'প্রতীচি'-তে গেলেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। তাঁর সঙ্গে বসেই নোবেলজয়ীর বাড়ির নথিপত্র খতিয়ে দেখেন। সোমবার সকালেই অর্থনীতিবিদের বাড়িতে যান বোলপুরের(CM Mamata Banerjee in Bolpur) বিএলআরও সঞ্জয় দাস। যদিও এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই দাবি তাঁর। উল্লেখ্য, রবিবারই প্রেস বিবৃতি জারি করে বিশ্বভারতী জানায়, অধ্যাপক সেনের বাসভবন ‘প্রতীচী’ সম্পূর্ণভাবে তাঁদের মালিকানাধীন জমিতে রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, পুলিশের(Bolpur Police) পক্ষ থেকে আগেই প্রতীচির নিরাপত্তা জোরদার করা হয়। বাড়ির প্রবেশপথে বসানো হয় ‘মেটাল ডিটেক্টর’। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সাজো সাজো রব পড়ে যায় বোলপুরে।
আরও পড়ুন- Kolkata Book Fair: একতারায় টান! কলকাতার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী