রাজ্যের সরকারি স্কুলগুলিতে (Bengal School Reopen) গরমের ছুটির (Summer Vaccation) মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হয়েছিল । বেসরকারি স্কুলগুলিকেও এই সিদ্ধান্ত কার্যকরের অনুরোধ জানিয়েছিল রাজ্য সরকার । কিন্তু, সেই নির্দেশ না মেনেই সোমবার থেকে খুলে যাচ্ছে CNI-এর অধিনস্থ বেশ কয়েকটি স্কুল (Bengal School Reopen) । পড়ুয়াদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
কলকাতার (Kolkata) মোট ১৫টি স্কুল খুলে যাচ্ছে । সেই তালিকায় রয়েছে স্কটিশ চার্চ, সেন্ট জেমস, ফিউচার ফাউন্ডেশন, লা মার্টিনিয়রের মতো স্কুল । মূলত, আবহাওয়ার পরিবর্তন,পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।
২৬ জুন পর্যন্ত রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছুটি বাড়ানো হয়েছে । ২৭ জুন স্কুল খুলবে । এর আগে ১৫ জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি ছিল । প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে অনেকের মৃত্যু হয়েছে রাজ্যে । সেই পরিস্থিতি বিবেচনা করে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়ানো হয় ।