১০০ দিন পেরিয়ে অবশেষে কয়লা মাফিয়া খুনে চার্জশিট দাখিল। বর্ধমান সিজেএম আদালতে দাখিল হয়েছে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের চার্জশিট। সিটের তৈরি এই চার্জশিটে অভিযোগ করা হয়েছে, পরিকল্পনা করেই খুন করা হয়েছে রাজু ঝা-কে। এই ঘটনায় মোট পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিটে নাম রয়েছে। মোট ৮০ জনের সাক্ষ্য গ্রহণ করে, ১০৬ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলেও আদালতে জানিয়েছেন সিটের আইনজীবী।
এই বছরের পয়লা এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে খুন হয়েছিলেন কয়লা মাফিয়া রাজু ঝা। জাতীয় সড়কের ধারে তাঁকে গুলি করে খুন করা হয়েছিল। রাজু খুনে শুরু হয়েছিল রাজনৈতিক চাপান-উতোর। কারণ, রাজ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল ঘুরে, বর্তমানে ওই কয়লা মাফিয়া বিজেপির সদস্য ছিলেন। খুনের ঘটনায় সিট গঠন করে রাজ্য। তদন্তে নেমে দুর্গাপুর-সহ ভিনরাজ্য থেকে রাজুর খুনিদের গ্রেফতার করা হয়।
আদালতকে সিট জানিয়েছে, ঘটনার রাতে গাড়িতে একাই বসেছিলেন রাজু। সেই সুযোগকে কাজে লাগিয়েছিল দুষ্কৃতীরা। এই খুনের তদন্তে প্রথমবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছিল জেলা পুলিশ।