কয়লা পাচার মামলার তদন্ত প্রক্রিয়ায় কেন দেরি। আদালতে প্রশ্নের মুখে সিবিআই। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ছেন, বিচারে দেরি চায় না আদালত। ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ৩ জুলাই মামলার চার্জশিট গঠনের নির্দেশ দেন তিনি। শুনানিতে সব অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে শুনানিতে আসেননি দুই অভিযুক্ত। পরবর্তী শুনানিতে তাঁদের আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক। প্রয়োজনে অ্যাম্বুল্যান্সে আনার নির্দেশ দেন তিনি।
তিন বছর সুপ্রিম কোর্টের 'রক্ষাকবচ'-এ ছিলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত, অনুপ মাজি সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরপরই দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। মঙ্গলবার বিচারক জানতে চান, মামলার তদন্ত কত দূর। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সরকারি আধিকারিককে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছিল। তা পাওয়া যায়নি। তখনই বিচারক জানান, সাড়ে তিন বছর ধরে যে মামলা চলছে, তাতে এত দেরিতে কেন জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে। কবে বিচার প্রক্রিয়া শুরু হবে, সিবিআই কোনও চার্জশিট দেবে কিনা, এসবও জানতে চায় আদালত।