ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করলেন কমেডি অভিনেতা তীর্থানন্দ রাও। কপিল শর্মার শো-তে অভিনয় করেছিলেন তিনি। ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই কৌতুক অভিনেতা।
জানা গেছে, তীর্থানন্দ ফেসবুক লাইভ করছিলেন। সেসময় তিনি অভিযোগ করেন, এক মহিলার সঙ্গে লিভ-ইনে ছিলেন তিনি। কিন্তু ও মহিলা তীর্থানন্দকে ব্ল্যাকমেল করেছেন। তাঁর বর্তমান অবস্থার জন্যও ওই মহিলা দায়ি। আর সেকারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তীর্থানন্দ।
বিষয়ে নজরে পড়ার সঙ্গে সঙ্গে, পুলিশে খবর দেন তীর্থানন্দের বন্ধুরা। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তীর্থানন্দ জানিয়েছেন, বর্তমানে এক মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন। তাঁর অভিযোগ, নিয়মিত টাকার জন্য চাপ দিচ্ছেন ওই মহিলা। ইতিমধ্যে ৩ থেকে ৪ লাখ টাকা ধার করেছেন তিনি। ওই মহিলা থেকে মুক্তির জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।