দোলের আগে মধ্যবিত্তদের পকেটে বড় ধাক্কা । দাম বাড়ল রান্নার গ্যাসের (Cooking Gas) । ১৪.২ কেজি সিলিন্ডারের (LPG Cylinder Price Hike) দাম বাড়ানো হয়েছে । সেইসঙ্গে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে । ১ মার্চ অর্থাৎ আজ থেকেই নতুন দাম ধার্য করা হবে ।
ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা । নতুন দাম অনুযায়ী কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১২৯ টাকা । অন্যদিকে, কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে । রান্নার গ্যাসের এভাবে দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হবে মধ্যবিত্তদের ।
আরও পড়ুন, Google Layoffs: 'মা অফিস যায় না কেন'? চাকরি হারিয়ে মেয়ের প্রশ্নের উত্তর খুঁজছেন প্রাক্তন গুগল কর্মী
অন্যদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে সমস্যায় পড়বে হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলি । গ্যাসের দাম বাড়ার ফলে খাবারের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে ।