সন্দেশখালিতে গেল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। শনিবার সকালে ৬ সদস্যের এক প্রতিনিধি দল শনিবার সকালে সন্দেশখালিতে গিয়েছে। গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখছেন তারা।
গত কয়েকদিন ধরেই সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে গত সপ্তাহে পথে নেমেছিলেন গ্রামবাসীদের একাংশ। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিরোধীদের উস্কানিতেই উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। এবার শিশু সুরক্ষা কমিশনও পৌঁছে গেল সন্দেশখালি।
আরও পড়ুন: অনুব্রত বিহীন বীরভূমে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বদল হতে পারে কোর কমিটিতে?