কমনওয়েলথ ভারোত্তলন প্রতিযোগিতায় ছ'টি স্বর্ণপদক জিতে দেশে ফিরলেন দুর্গাপুরের সোনার মেয়ে তথা গৃহবধূ সীমা দত্ত চট্টোপাধ্যায়। সংসার সামলে ২০১৯ সাল থেকে ওয়েটলিফটিং শুরু করেন সীমা। সেখান থেকেই পথ চলা শুরু। ২০২২-এ ভারোত্তোলন বিভাগে ভারতের নাম উজ্জ্বল করেছেন দুর্গাপুরের সীমা। দেশের জন্য ৬টি সোনার পদক জয় করতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি তিনি। সীমার সোনা জেতার খবর মিলতেই খুশির হাওয়া বইছে দুর্গাপুর শিল্পাঞ্চলেও।
২০২২ কমনওয়েলথ ভারোত্তলন প্রতিযোগিতার (Commonwealth Powerlifting Championship) আয়োজন করা হয়েছিল নিউজিল্যান্ডের (New Zealand) অকল্যান্ডে (Auckland)। সেখানে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সীমা। আর সেখানেই ৬টি সোনার পদক পেয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।
২৯ নভেম্বর কমনওয়েলথ পাওয়ার লিফটিং-২০২২ এ দুটি ইভেন্টে দুটি সোনা জয় করেন তিনি। এরপর লিফটিংয়ের ইক্যুইপড, বেঞ্চ প্রেস, ক্লাসিক বেঞ্চ প্রেসে আরও একটি সোনা জেতেন সীমা। ১ ডিসেম্বর ইক্যুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ফের সীমার ঝুলিতে আসে ৪টি সোনা । স্কোয়াট,বেঞ্চপ্রেস,ডেডলিফ্ট সব বিভাগ মিলিয়ে মোট ৬টি সোনা জয় করেন সীমা।
আরও পড়ুন- নামেই স্বার্থকতা, দারিদ্র জয় করে বাংলার সরস্বতীর চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন
দেশে ফিরতেই তিনি জানান, অনুরাগীরাই তাঁর শক্তি। দুর্গাপুর-সহ সারা রাজ্য জুড়ে সকলে তাঁর জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। তাই এই জয় শুধু তাঁর একার নয়।সমস্ত দুর্গাপুরবাসীর ,সমস্ত রাজ্যবাসী এবং সমস্ত দেশবাসীর।