চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি হাসপাতালে।
আসানসোল এলাকার শুক্লা মণ্ডল নামে এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে এদিন আসানসোল উত্তর থানার লালগঞ্জ এলাকার ওই বেসরকারি হাসপাতালের সামনে রোগীর পরিবারের লোক ক্ষোভ প্রকাশ করেন। ভাঙচুর চালানো হয় হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- দুটি কিডনিই বিকল, অসুস্থ বন্ধুকে বাঁচাতে পথে নামলেন বন্ধুরা
পরিবার জানিয়েছে,একাদশ শ্রেণীর ছাত্রী শুক্লা মণ্ডলের জ্বর হয়। প্রথমে লালগঞ্জের এক বেসরকারি ক্লিনিকে দেখানো হয়।এরপর অবস্থার আরও অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নাবালিকার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুলের কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।