গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। অভিযোগ এবার বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনেই পুলিশ, নিরাপত্তারক্ষী এবং পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এবার বিক্ষোভরত পড়ুয়াদের লাঠিপেটা করা হয় বলেও উঠল অভিযোগ। আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়।
ছাত্রছাত্রীদের স্লোগান বিক্ষোভের মাঝেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাসভবন ছেড়ে বেরিয়ে যান। এদিকে উপাচার্য বিশ্বভারতী ঢুকতেই ফের গেট আটকে দাঁড়ান আন্দোলনকারী পড়ুয়ারা৷ সেন্ট্রাল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা, এর জেরে মূল ফটকের বাইরেই আটকে থাকতে হয় প্রায় দেড়শো অধ্যাপককেও। পড়ুয়াদের অভিযোগ, তাদের বেধড়ক মারধর করা হয়েছে।
উল্লেখ্য গত ২১ দিন ধরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চেয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ করছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। এদিন উপাচার্য বেড়তে গেলেই অশান্তি আরও জটিল হতে শুরু করে৷