অর্জুন সিং-এর অফিসে দিদি-কে সরিয়ে এন্ট্রি মোদীর । মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা দখল করে নিলেন প্রধানমন্ত্রী । তাহলে কি অর্জুনের বিজেপিতে যোগ কি একেবারেই পাকাপাকি ? এদিকে, তৃণমূল সূত্রে খবর, দলের তরফে অর্জুনকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে । যেখানে, বলা হয়েছে তাঁকে উপনির্বাচনে বরাহনগর বিধানসভা থেকে প্রার্থী করা হবে । আর জিতলে তাঁকে মন্ত্রী করা হবে বলে আশ্বাসও দেওয়া হয় । তাহলে এবার কী সিদ্ধান্ত নেবেন অর্জুন ? তিনি বারবার জানাচ্ছেন, সময় হলেই সবাই সব জানতে পারবেন ।
লোকসভা ভোটের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চলেছেন অর্জুন সিং । এমনকী, তাঁর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনাও চলছে । এরই মধ্যে মঙ্গলবার সকালে তাঁর অফিস থেকে সরিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি । দুপুরে সেখানে রাখা হয় প্রধানমন্ত্রীর সই করা একটি শুভেচ্ছাবার্তা । তারপর থেকেই অর্জুনের বিজেপি যোগের জল্পনা আরও জোড়ালো হয় । যদিও এখনও, নিজের অবস্থান স্পষ্ট করেননি অর্জুন । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, সব দিল্লি ঠিক করবে ।
অর্জুন সকালেই সংবাদমাধ্যমকে বলেন, 'দলে এখন আমি অবাঞ্ছিত (আনওয়ান্টেড)। আমার কোনও চাহিদা ছিল না। কিন্তু যে সম্মান দেওয়া উচিৎ ছিল, দল সেই সম্মান দেয়নি ।' অর্জুনের আক্ষেপ, ' আমার দেড় বছর নষ্ট করা হল।' অর্জুনের অভিযোগ, তিনি যখন দলে যোগ দেন, তখন তাঁকে টিকিট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু কথা রাখেনি দল ।
পার্থর বদলে ব্যারকপুরের প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে । বন্ধু পার্থ ভৌমিকের উদ্দেশ্যে অর্জুন সিং বলেন, 'দরকারে তিনি পার্থর বিরুদ্ধেই লড়বেন। দুনিয়ার অনেক জায়গাতেই বন্ধুর সঙ্গে বন্ধুর লড়াই হচ্ছে। এতে সম্পর্ক খারাপ হবে না ।'