কংগ্রেসের দাবি, বঙ্গে জোট হবেই। তাদের কমপক্ষে পাঁচটি আসন ছাড়তে পারে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই দাবি করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ভিন্ন সুর ধরা পড়ল তাঁরই দলের অন্দর থেকে। ফের এই ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দাবি, এই ব্যাপারে সরকারি ভাবে অবস্থান স্পষ্ট করতে হবে তৃণমূলকেই।
এরইমধ্যে আবার কংগ্রেসের পাল্টা সমালোচনায় তৃণমূল। জয়রাম রমেশের প্রতিক্রিয়া, ইতিমধ্যেই রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, বাংলাতে একাই লড়বে তৃণমূল। এরমধ্যেই তৃণমূল নেতা শান্তনু সেনের অভিযোগ, রাজ্যে বিজেপিকেই অক্সিজেন দিচ্ছে কংগ্রেস। আর এর পিছনে দায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
এদিন ফের বামেদের সঙ্গে জোটের কথা উল্লেখ করেছেন অধীর। তিনি জানিয়েছেন, এই ইস্যুতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মতে, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যখন জোট আলোচনায় জট ছাড়ানোর কাজ চলছে, বঙ্গ তখন ব্যতিক্রম হয়ে রয়ে যাচ্ছে।