শেষ পর্যন্ত বিরাট কোনও অঘটন না ঘটলে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনে জয় ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এই আসনে এখনও পর্যন্ত তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে বাম-কংগ্রেসের প্রার্থী মহম্মদ বাইরন বিশ্বাস। রাজনৈতিক মহলের দাবি, সাগরদিঘির ভোটের গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে মনে হচ্ছে সংখ্যালঘু ভোট ফের নিজেদের পালে টানতে পেরেছে কংগ্রেস। এখনও পর্যন্ত কাজ করেছে সংখ্যালঘু মুখের ফ্যাক্টরও। এই কেন্দ্রে ১৬ রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার কথা। জানা যাচ্ছে এখনও কংগ্রেস অধ্যুষিত এলাকার ইভিএম খোলা হয়নি।
রাজনৈতিক মহলের আশঙ্কা, এই কেন্দ্রে প্রার্থী নির্বাচনের জেরে হয়তো প্রায় ৫১ হাজার ভোটে জেতা আসন হাতছাড়া হতে পারে তৃণমূলের। একইসঙ্গে ফ্যাক্টর হতে পারে বিজেপির ভোট কমার ঘটনা। কারণ, গত বিধানসভা ভোটে দ্বিতীয় হয়েছিলেন বিজেপির মাফুজা খাতুন। এবার সেই জায়গাটা হারিয়েছে গেরুয়া শিবির। এখন পর্যন্ত যা খবর, তাতে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি।
মূলত, তৃণমূল- বিজেপির ভোট কাটাকাটির ফায়দা তুলেছেন জোট প্রার্থী। ইতিমধ্যেই বাইরনের বড় জয়ের ব্যাপারে আশাবাদী বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তাঁর দাবি, তৃণমূল থেকে রাজ্যবাসীর আস্থা সরে যাচ্ছে।