পুরুলিয়ার (Purulia) ঝালদায় গুলিবিদ্ধ ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor) । মৃতের নাম তপন কান্দু । অভিযোগ, রবিবার বিকেলে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী । রাঁচির এক হাসপাতালে ভর্তি ছিলেন । সেখানেই মৃত্যু হয়েছে তাঁর । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে । এর প্রতিবাদে পুরুলিয়ার তিন পুরশহরে বনধে ডাক দিয়েছে কংগ্রেস ।
জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বাড়ি থেকে বের হন তপনবাবু । ঝালদা-বাগমুণ্ডি সড়ক দিয়ে যাচ্ছিলেন তিনি । তাঁর সঙ্গে আরও তিনজন ছিল । অভিযোগ, সেই সময় দু-তিনজন দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাঁচির হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই মৃত্যু হয় তাঁর ।
আরও পড়ুন, Rahara Incident : কেটে গিয়েছে দুই সপ্তাহের বেশি, রহড়ায় যুবকের মৃত্যুর ঘটনায় অধরা অভিযুক্ত প্রেমিকা
কে বা কারা এর পিছনে রয়েছে তা এখনও জানা যায়নি । রাজনৈতিক কারণ কিংবা ব্যক্তিগত শত্রুতাও হতে পারে বলে অনুমান করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।