বাংলায় কংগ্রেস ও তৃণমূলের জোটের ভবিষ্যৎ কী, তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । 'একলা চলো'-র নীতিই গ্রহণ করেছে তৃণমূল নেত্রী । সম্প্রতি, বিভিন্ন সভায় সেই বিষয়ে বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । এই আবহে কংগ্রেসের সঙ্গে ফের জোট বাঁধতে উদ্যোগী সিপিএম । জানা গিয়েছে, বৃহস্পতিবার বহরমপুরে বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । জানা গিয়েছে, বৈঠকে জোটের বিষয়ে ও আসন রফা নিয়ে আলোচনা হবে ।
বহরমপুর শহরের টাউন ক্লাবে বৈঠক হবে বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার বিকেলের দিকে বৈঠক হতে পারে । সেলিম জানিয়েছেন, বহরমপুরে তাঁর পার্টির জেলা কমিটির বৈঠক রয়েছে । অধীর চৌধুরী সেখানেই আছেন, তাই জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে । সেলিমের কথায়, বিজেপি ও তৃণমূল বিরোধী দলগুলিকে একত্রিত করতে চাইছেন তাঁরা । তাই, কংগ্রেসের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে । জোটের বিষয়ে আইএসএফ-এর সঙ্গেও কথা বলতে পারেন সিপিএম নেতারা । উল্লেখ্য ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে জোট বেঁধেছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফ । লোকসভা নির্বাচনেও কি সেই ছবি দেখা যাবে ?
এদিকে, কংগ্রেস ও সিপিএমের বৈঠককে 'জোড়া গোল্লার' বৈঠক বলে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁর কথায়, শূন্যর সঙ্গে শূন্য যোগ হলে তো শূন্যই হয়। তাঁর অভিযোগ, সিপিএম বা কংগ্রেসকে একটা ভোট কেউ দিলে তাতে বিজেপির হাতই শক্ত হবে।