শনিবার সকালেই গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। তাঁর গ্রেফতারির পর রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছিল। কংগ্রেসের সঙ্গেই সরব হয়েছিল বাম ও বিজেপিও। শনিবার বিকেলেই জামিন পেয়ে গেলেন কৌস্তুভ। আদালত থেকে বেরিয়েই মাথা মুন্ডন করালেন তিনি। ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে জামিন হওয়ার পরই পূর্ব প্রতিশ্রুতি মতো মাথার চুল কামিয়ে ফেললেন তিনি। এরাজ্যের শাসককে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে গ্রেফতারির প্রতিবাদেই মাথা কামিয়ে ফেলেন কৌস্তভ বাগচী। তারপর রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি জানান, 'যতদিন না মমতা সরকারকে উৎখাত করছি, ততদিন মাথার চুল রাখব না'।
উল্লেখ্য, শুক্রবার রাতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন রাজ্য কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি। গ্রেফতার হওয়ার সময়ই পশ্চিমবঙ্গের শাসককে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, জামিনে মুক্ত হয়েই গ্রেফতারির প্রতিবাদে মাথা কামাবেন।
ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। মুণ্ডনের পর তাঁর এ-ও মন্তব্য, যদি মমতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববেন।