রাজ্যের মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ-নির্বাচনের গণনা কিছুটা হলেও দেরিতে শুরু হয়েছে। প্রাথমিক ফলে জানা গিয়েছে ওই কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস। তবে, গণনা শুরুর আগে বেশ কিছু বিক্ষিপ্ত অভিযোগের খবর এসেছে। প্রায় ২২ মিনিট পরে এদিন সাগরদিঘিতে শুরু হয় ভোটের গণনা। তারআগে একটি রাজনৈতিক দলের অভিযোগ, তাদের প্রায় ২২ জন কাউন্টিং এজেন্টকে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
রাজ্যের এই কেন্দ্রের দিকে নজর প্রতিটি রাজনৈতিক দলের। কংগ্রেসের দাবি, এই কেন্দ্রে জিতেই তারা বিধানসভায় যাবে। তৃণমূলের দাবি, ২০২১ সালের থেকেও এবার মার্জিন বাড়বে। তবে ভোটের দিন বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি মন্তব্য, কার্যত পিছিয়ে দিয়েছে বিজেপিকে। ভোট মিটতেই দিলীপ ঘোষ দাবি করেছিলেন, সাগরদিঘিতে তাদের কোনও আশা নেই।
তবে সাগরদিঘি প্রেসটিজ ফাইট হতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। কারণ, মুর্শিদাবাদকে তিনি হাতের তালুর মতোই চেনেন। তৃণমূলে থাকার সময় এই জেলার দায়িত্বেও ছিলেন। তাই সাগরদিঘিতে বিজেপির ফলের উপর নজর থাকবে রাজনৈতিক মহলের।