অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। এই জয় বিরোধী শিবিরে নতুন অক্সিজেন এনে দিয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস।
সোমবার জনসংযোগ যাত্রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে শিবিরে যোগ বাইরন বিশ্বাস। তৃণমূল কংগ্রেসে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করা হয়। বিধানসভায় কংগ্রেসের একমাত্র বিধায়ক ছিলেন বাইরন। দলত্যাগ আইনেও পড়বেন না তিনি।
চলতি বছরই সাগরদিঘি উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে বাম ও কংগ্রেস জোটপ্রার্থী হিসেবে সাগরদিঘি থেকে জয় পান বায়রন বিশ্বাস।