আলিয়া বিশ্ববিদ্যাললয়ের (Aliah University) প্রয়াত ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) বাড়িতে গেলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। পরিবারকে দিলেন পাশে থাকার আশ্বাস।
আনিসের হত্যাকাণ্ডের পর থেকে সারদাপল্লীর খাঁ পাড়াতে একের পর এক রাজনৈতিক নেতা এসেই যাচ্ছেন। শনিবার দুপুরে আনিশের বাড়িতে যান লোকজলসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চোধুরী। তিনি আনিশের বাবা সালেম খান ও দাদা বশির খানের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট, ডিজিসিএ-র কাছে রিপোর্ট তলব নবান্নের
অধীর চৌধুরী জানান, তিনি আগেই আসতেন। লোকসভা ও পৌরসভার নির্বাচনের কারণে আসতে দেরি হল। শাসক দলের পক্ষ থেকে হুমকি ও ভীতি প্রদর্শনের কথাও সালেম খান জানান তাকে। পাশাপাশি আনিশের বাবা সালেম খান সিবিআই তদন্তের মাধ্যমে তার ছেলের হত্যা রহস্যপর তদনৃতের দাবি জানান অধীরকে।
বহরমপুর লোকসভার সাংসদ অধীর আনিশের পরিবারের খোঁজ খবর নেন। সালেম খানের শরীর সম্বন্ধেও জিজ্ঞাসা করেন। পাশাপাশি খান পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দেন।
প্রসঙ্গত শুক্রবারও সকাল থেকে বারেবারে পুলিশ ও সিটের সদস্যরা সালেম খানের বাড়িতে এসে তাকে রাজ্য পুলিশের তদন্তের জন্য রাজি করানোর চেষ্টা করেন। তবে রাজ্যের পুলিশ ও তাদের তদন্তের উপরে কোনো ভরসা নেই বলেই জানিয়ে দেন আনিসপর বাবা ও ভাই।