বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট না হওয়ার কারণ হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এই বিষয়ে এবার ডেরেককে 'ফরেনার' বলে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী।
কী বলেছেন অধীর?
কংগ্রেসের 'ন্যায় যাত্রার' পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই তাঁকে ডেরেক ও ব্রায়ান সম্পর্কের এই মন্তব্য নিয়ে জিজ্ঞেস করা হয়। এর উত্তরে অধীর জানান, 'ডেরেক ও ব্রায়েন 'ফরেনার' অর্থাৎ বিদেশি। এই বিষয়ে তাঁকে না জিজ্ঞেস করে যেন সরাসরি ডেরেককে জিজ্ঞেস করা হয়। তিনি অনেক বেশি জানেন।'
আরও পড়ুন - ক্রীড়াবিদদের মাসিক সম্মানার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত টাকা করে পাবেন?