উর্দি ইস্ত্রি করতে গিয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক কনস্টেবলের (Constable)। মৃতের নাম অভীক মিত্র। বয়স ৪৯ বছর। নদিয়ার (Nadia) শান্তিপুরের ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি ওস্তাগার পাড়ার বাসিন্দা ওই মৃত পুলিশ কর্মী। শুক্রবার সকালে বাড়িতেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রের খবর, স্ত্রী মৌমিতা সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অভীক। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা অভীককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।
আরও পড়ুন- আসানসোলে জামতারা গ্যাংয়ের অত্যাচার, প্রতিবাদ করায় বাড়ি ঢুকে হামলা-মারধরের অভিযোগ
মৃতের স্ত্রী মৌমিতার অনুমান, সকালে উঠে নিজের উর্দি ইস্ত্রি করতেন অভীক। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ২০০২ সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যোগ দেন অভীক। তাঁর দুটি জমজ সন্তান রয়েছে। অভীকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।