আমেরিকার ন্যাশভিলে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে দীঘার যুবকের রহস্য মৃত্যু। ১৮ দিন পর ভারত সরকার ও আমেরিকার যৌথ চেষ্টায় দেহ ফিরল রাজ্যে। শোকস্তব্ধ গোটা পরিবার। মৃতের নাম বিনয় কুমার জানা। বয়স ২৬ বছর।
জানা গিয়েছে, ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার জন্মদিন ছিল গত ৪ জানুয়ারি। সেদিন বন্ধুবান্ধবের সঙ্গে কেক কাটেন। কথা হয় পরিবারে সঙ্গে। গত ৬ জানুয়ারিও বিনয়ের পরিবারে সঙ্গে কথা হয়। তার ঘন্টাখানেক পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর সে দেশের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা যায় ৬ জানুয়ারি আত্মহত্যা করেছে বিনয়।
আরও পড়ুন - মমতা দিতে চান ২-৩, রাহুল চাইলেন ১০-১২, আসন সমঝোতা বৈঠকেই বাংলায় কংগ্রেস-তৃণমূল জোটের ইতি
ঘটনার কথায় বিনয়ের পরিবার জানতে পারে ১১ জানুয়ারি। ময়নাতদন্ত করা হলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এরপর কাঁথির সাংসদ শিশির অধিকারীর সাহায্যে রাজ্যে ফেরানো হয় বিনয়ের দেহ। পরিবার সূত্রে খবর, ২৭ জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ফিরল তাঁর কফিনবন্দি দেহ। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।