সাফাইকর্মীদের(Cleaner s Agitation in Purulia Municipality) টানা বিক্ষোভের জেরে পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে জঞ্জালের পাহাড়। নিয়োগ জটিলতা ঘিরে মঙ্গলবার থেকে সাফাই কর্মীদের বিক্ষোভে সরগরম পুরুলিয়া। টানা কর্মবিরতির(Purulia Municipality Scam) জেরে শহরে বন্ধ রয়েছে সাফাই অভিযান। ফলে শহরের বিভিন্ন প্রান্তে ডাঁই হয়ে রয়েছে আবর্জনা। জঞ্জাল-আবর্জনার জেরে পথ চলা দায় হয়েছে বাসিন্দাদের।
পুরুলিয়া পুরসভার সাফাই কর্মীদের অভিযোগ, ন্যূনতম বেতনও পান না তাঁরা। মাসে সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করে তাঁদের রোজগার। সেই নামমাত্র বেতনও ঠিকমতো মেলে না বলেও জানান সাফাই কর্মীরা(Workers Agitation in Purulia)। তার মধ্যেই আবার নির্মল বাংলা মিশনে নতুন সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্তে প্রতিবাদে ফেটে পড়েন পুরুলিয়া পুরসভার সাফাই কর্মীরা।
আরও পড়ুন- Dhanbad Fire: মাঝরাতের আগুনে বিধ্বস্ত ধানবাদের হাসপাতাল, ঘটনাস্থলেই মৃত ২ চিকিৎসক সহ ৫