নিয়োগ জটিলতা ঘিরে সাফাই কর্মীদের বিক্ষোভে সরগরম পুরুলিয়া। মঙ্গলবার তাঁরা একজোট হয়ে কর্মবিরতির ডাক দেন। পুরসভার সাফাই কর্মীদের অভিযোগ, তাঁদের বেতন আটকে রেখে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই ওয়ার্ডপিছু ৫ জন করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। তারই প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পুরুলিয়া পুরসভার সাফাই কর্মীরা।
পুরুলিয়া পুরসভার সাফাই কর্মীদের অভিযোগ, ন্যূনতম বেতনও পান না তাঁরা। মাসে সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করে তাঁদের রোজগার। সেই নামমাত্র বেতনও ঠিকমতো মেলেনা বলেও জানান সাফাই কর্মীরা। তার মধ্যেই আবার নির্মল বাংলা মিশনে নতুন সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্তে প্রতিবাদে ফেটে পড়েন পুরুলিয়া পুরসভার সাফাই কর্মীরা।
এ প্রসঙ্গে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালির কথায়, ২৭ জন নির্মল সাথী ও নির্মল বন্ধু নিয়োগ করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তাঁরা জঞ্জাল সংগ্রহ করবেন। কাউন্সিলদের বোর্ড মিটিংয়ে সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।