তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের নামে এবার পোস্টার পড়ল আলিপুরদুয়ারে। যা নিয়ে শুরু হল বিতর্ক। ওই নিখোঁজ নেতাকে স্বাধীনতা সংগ্রামী বলে অবিহিত করা হয়েছে। বুধবার আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে জেলা কংগ্রেস কার্যালয়ের বাইরের ওই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পোস্টারে কী লেখা রয়েছে?
যে পোস্টার ঘিরে বিতর্ক ছড়িয়েছে সেখানে লেখা রয়েছে স্বাধীনতা সংগ্রামী শেখ শাহজাহান তোমাকে জানাই স্যালুট। এবং ওই পোস্টারের নিচে লেখা রয়েছে সুশীল নাগরিকবৃন্দ।
রেশন দুর্নীতি মামলায় শেখ শাহাজাহানের খোঁজে তল্লাশি চালিয়েছিল ED। অভিযোগ, সেসময় আধিকারিকদের উপর হামলা চালায় শেখ শাহাজাহানের অনুগামীরা। তারপর থেকে একাধিক ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। এদিকে তারই মাঝে বুধবার সকালে শেখ শাহাজাহানের নামে পোস্টারে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে।