নদিয়ায় দুর্ঘটনার কবলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। ধুবুলিয়া থেকে শান্তিপুর যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাবলা বাইপাসের কাছে এই ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন সুকান্ত। তবে, তাঁর দেহরক্ষীর চোট গুরুতর বলেই জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। সেখান থেকে শান্তিপুর যাচ্ছিল তাঁর কনভয়। সামনের একটি বাসকে কাটাতে গিয়েই এই বিপত্তি বলে পুলিশের দাবি।
সম্প্রতি সন্দেশখালির প্রতিবাদ করতে গিয়ে বসিরহাটের টাকিতে আহত হয়েছিলেন সুকান্ত। তাঁকে ভর্তি করতে হয়েছিল কলকাতার হাসপাতালে। সুস্থ হয়ে ফের রাজনীতির ময়দানে ফিরেছেন তিনি।