পুজোর আগে দুই বঙ্গের যাত্রীদের জন্যই সুখবর। উত্তর থেকে দক্ষিণবঙ্গে যোগাযোগের জন্য চালু হল এক জোড়া নতুন বাস। চলতি সপ্তাহ থেকেই চালু হচ্ছে কোচবিহার-কলকাতা রুটের এই দুটি বাস। এসি ও নন এসি দুই পরিষেবাই পাওয়া যাবে।
আসলে পুজোর সময় ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। ফলে অনেকেই এই সময় বাসে করে যাতায়াত করেন। কিন্তু কোচবিহার থেকে কলকাতার মধ্যে মাত্র দুটি বাস রয়েছে। একটি বেসরকারি আর একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। ফলে কলকাতা আসতে গেলে বাস ধরতে যাত্রীদের শিলিগুড়ি যেতে হয়।
এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। চালু হল এই রুটে নতুন বাস একটি এসি আর একটি নন এসি। এসি বাসটি সপ্তাহে তিন দিন এবং নন এসি বাসটি প্রতিদিন চলবে। এই কথা জানিয়েছেন, সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।