শিলিগুড়ির ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজে (Coronation Bridge) বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার একজন। ধৃত চৈতালি বন্দ্যোপাধ্যায়, শুটিং ইউনিটের লোকাল ম্যানেজার। পাশাপাশি, কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হয় সেবক ফাঁড়ির ওসি (OC) ডালিম অধিকারীকে।
বৃহস্পতিবার আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে শিলিগুড়ির (Siliguri) করোনেশন ব্রিজ। বিকট শব্দ আর তীব্র ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এমনকি ওই বিস্ফোরণের (Blast) ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- Higher Secondary 2022: এবছর হোম সেন্টারেই হবে উচ্চ মাধ্যমিক, রাজ্যে বাড়ল পরীক্ষাকেন্দ্রের সংখ্যা
পরে জানা যায়, সেবকের করোনেশন ব্রিজে একটি সিনেমার শুটিং (Shooting) চলছিল। শুটিংয়ের জন্যই ওই বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু হেরিটেজ তকমা পাওয়া সেতুতে প্রশাসনের অনুমতি ছাড়া কীভাবে ওই বিস্ফোরণ ঘটানো হল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।