করোনা নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ ৭ (BF7.) নিয়ে এখনও রাজ্যে (West Bengal) উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এখন থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত স্বাস্থ্য দফতর (WB Health Department)। মঙ্গলবার থেকেই সব জেলার করোনা হাসপাতালগুলিতে (Covid Hospital) শুরু হবে মহড়া।
সূত্রের খবর, উৎসবের মরশুমে ওমিক্রনের এই উপজাতির প্রকোপ আটকাতে শনিবার সকালে ফের রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যগুলির সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। এই বৈঠকে বিএফ৭ প্রজাতির মোকাবিলা করার জন্য আগামী মঙ্গলবার সব জেলার করোনা হাসপাতাল গুলিতে যে বিশেষ মহড়া হবে তার কার্যপ্রণালী নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন- কোভিড নিয়ে ফের আতঙ্কে ? ভয়ে নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের
এর আগের করোনা পরিস্থিতি নিয়ে যে সব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবার সেই সব সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেসব খতিয়ে দেখা হবে। পর্যাপ্ত অক্সিজেন, বেড ও অন্যান্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হবে।