বাম আমলে নিয়োগে দুর্নীতি। এবার তৃণমূল লাইনকে সমর্থন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। এই ব্যাপারে তিনি নিজের বাবার উদাহরণ টেনে আনলেন। উদয়নের দাবি, পার্টির স্বার্থে একসময় দুর্নীতি করেছিলেন তাঁর বাবা কমল গুহও। বাম আমলে রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন দিনহাটার ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহ। উদয়নের অভিযোগ, বাম আমলে অনেক হোলটাইমারের স্ত্রী চাকরি উত্তরবঙ্গের একাধিক স্কুলে করে দিয়েছিলেন তাঁরা বাবা কমল গুহ। উদয়নের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে সিপিএম।
দিন কয়েক আগেই বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে রাজ্যে শিক্ষামন্ত্রীকে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর সামনে এসেছিল রাজ্যের সিপিএম নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রীর নিয়োগের প্রসঙ্গ। একটি চিঠির প্রতিলিপি সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল অভিযোগ করেছিল, গড়িয়ার কলেজে চিরকুটে চাকরি হয়েছিল মিলি চক্রবর্তীর। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সুজন চক্রবর্তী।
তাতে অবশ্য চিড়ে ভেজেনি। কারণ, শুক্রবারই এই ঘটনায় তদন্তের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি সিদ্ধান্ত নেবেন। এই পরিস্থিতিতে উদয়নের এই অভিযোগ। উদয়ন জানিয়েছেন, দলের সর্ব ক্ষণের কর্মীকে ভাতা দেওয়ার কথা দল থেকে। এ বার ক্ষমতা নেই তাঁকে ভাতা দেওয়ার। তাঁর স্ত্রীকে চাকরির বন্দোবস্ত করে দেওয়া হল। সেটাও দুর্নীতি ছিল। আজ যদি কেউ চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকে সেটাও দুর্নীতি।
শরিক দল হিসাবে বামফ্রন্টের সরকারে ১৯৭৭ সাল থেকে রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। টানা ১৪ বছর মন্ত্রী ছিলেন। পাশাপাশি, ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যানও ছিলেন। তবে ১৯৯১ সাল থেকে আর মন্ত্রী পদে থাকতে চাননি তিনি। বেশ কিছু বিরূপ মন্তব্য করে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে বেশ কয়েকবার বিড়ম্বণার মুখেও ফেলেছিলেন প্রয়াত বাম নেতা কমল গুহ।