শিক্ষক নিয়োগ দুর্নীতির জল গড়িয়েছে অনেক দূর। রাজ্যের শাসক দলের একের পর এক নেতাকে তলব করছে ইডি, কেউ বা ইতিমধ্যে জেলে। শিক্ষক হিসেবে নিজের পরিচয় দিতেও আজকাল অস্বস্তি হচ্ছে অনেকেরই। তাই নামের পাশে নিয়োগ সাল উল্লেখ করছেন অনেকেই। যেমনটা করছেন বারাসাতের ২৮ নম্বর ওয়র্ডের কাউন্সিলর চৈতালী ভট্টাচার্য। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তাতেও নিজের নামের পাশে শিক্ষিকা পরিচয় দিয়ে নিয়োগ সাল উল্লেখ করেছেন চৈতালী।
কাউন্সিলরের স্বামী সজল কুমার ভট্টাচার্যের ফেসবুক পোস্টেও একই ব্যাপার। স্ত্রীয়ের একটি বিশেষ উদ্যোগের প্রচারমূলক পোস্টে স্ত্রী-য়ের নাম, পেশার সঙ্গে ২০০৬ সালটি উল্লেখ করেছেন সজল। চৈতালি জানিয়েছেন, তিনি নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতেই এই কাজ করেছেন।
প্রসঙ্গত, চৈতালী নির্দল কাউন্সিলর হিসেবে নির্বাচন লড়ে জয়ী হন। তাঁর বিপক্ষে ঘাসফুল প্রার্থী দোলন বিশ্বাসের নাম রয়েছে গ্রুপ সি-র বাতিল হওয়া নিয়োগ তালিকায়। তবে তাঁর উদ্দেশে কোনও বার্তা দেওয়া লক্ষ্য নয়, স্পষ্ট করেছেন চৈতালি।