ভোট হয়েছিল শান্তিতে। গণনাতেও একই ছবি। রাজ্যের পঞ্চায়েত ভোটে ব্যতিক্রম হয়ে থাকল পাহাড়ের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং। গত শনিবার এই দুই জেলায় দ্বিস্তরীয় নির্বাচন হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুই জেলা থেকে কোনও অভিযোগ এবং অশান্তির খবর পাওয়া যায়নি। এমনকী, জেলাওয়াড়ি ভোট শতাংশের নিরিখে বেশি ভোট পড়েছিল পাহাড়ের এই দুই জেলায়।
দার্জিলিঙের মোট পাঁচটি কেন্দ্রে গণনার কাজ চলছে। কালিম্পঙে চারটি গণনা কেন্দ্র রাখা হয়েছে। জেলা পরিষদ না থাকায়, দ্বিস্তরীয় ব্যালট পেপারের ভোটের ফলাফলে আসতে কিছুটা দেরি হবেই বলে মনে করা হচ্ছে। এদিকে ফল ঘোষণার আগেই পাহাড়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জিটিএ প্রধান অনীত থাপা। একই অনুরোধ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা বিনয় তামাঙের। অনীত জানিয়েছেন, সবাইকে সংযত থেকে বিজয় উৎসব পালন করতে হবে।