বাঁশদ্রোণীর (Bansdroni) ব্রহ্মপুরের যুগলের মৃত্যুর (Couple Death) ঘটনায় উঠে এল নতুন তথ্য । জানা গিয়েছে, ঋষিকেশ ((Rishikesh Paul ) তাঁর সব সম্পত্তি উইল করে দিয়ে গিয়েছেন বন্ধু তাপস দাসকে । এমনকী,তাঁর ও রিয়ার মৃতদেহ তাপসের হাতেই তুলে দেওয়ার জন্য বলে গিয়েছেন তাঁরা ।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ঋষিকেশ পাল । কিন্তু, এই মারণ রোগকে হারাতে পারেননি । পরিবারও পাশে ছিল না । উল্টে প্রচুর দেনা হয়ে যায় তাঁর । পরিবার না থাকলেও বন্ধুরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন । কিন্তু, শেষরক্ষা হয়নি । বন্ধু ঋষিকেশের সঙ্গে তাঁর লড়াইতে সবসময় পাশে থেকেছেন পেশায় গাড়ির সার্ভিস সেন্টারের কর্মী তাপস । কিন্তু, বন্ধুকে বাঁচাতে পারলেন না । সেই আফসোস চিরকাল থেকে যাবে । বন্ধুকে ধরে রাখতে পারলেন না ঠিকই । তবে, বন্ধুর লিখে দেওয়া সম্পত্তিকে এবার কাজে লাগাতে চাইছেন তাপস । যাঁরা গরিব ও ক্যানসার আক্রান্ত, তাঁদের চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে চাইছেন তিনি । ঋষিকেশের সব সম্পত্তি বিক্রি করে তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
তাপস জানান, ঋষিকেশ-রিয়ার ফ্ল্যাটে থাকা আসবাবপত্র ছাড়াও সোফা, ফ্রিজ এবং এসি রয়েছে । আছে একটি স্কুটার এবং সামান্য কিছু সোনার গয়না । আগে একটি গাড়িও ছিল, সেটি কোথায় সেই খোঁজ নেওয়া হবে । এর পরে পুলিশের অনুমতি নিয়ে এ সব কিছু বিক্রি করে সেই টাকা তাপস তুলে দিতে চান ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করা কোনও সংস্থার হাতে । তাপস বলেছেন, ‘যাঁরা ক্যানসারকে হারাতে পারল না, তাঁদের শেষটুকু দিয়ে অন্তত ক্যানসারের বিরুদ্ধে লড়াইটা জারি থাকুক।’
মঙ্গলবার সকালে ব্রহ্মপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় হৃষীকেশ এবং রিয়ার মৃতদেহ । আত্মহত্যার আগে তাঁরা থানায় ইমেল করে সে কথা জানান বলে পুলিশ সূত্রের খবর ।