আত্মহত্যার চেষ্টা মামলায় কুণাল ঘোষকে(Kunal Ghosh) দোষী সাব্যস্ত করল আদালত। তবে দোষী সাব্যস্ত হলেও শাস্তি হচ্ছে না তৃণমূল মুখপাত্রের(TMC Spokesperson)। কুণালের সামাজিক সম্মানের কথা ভেবে তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে না। শুক্রবার একথা জানিয়েছে আদালত।
শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে কুণালের মামলাটির শুনানি ছিল এমপি-এমলএ আদালতে(MP-MLA Court)। সেখানেই বিচারপতি মনোজজ্যোতি ভট্টাচার্য কুণালকে আত্মহত্যার চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার মামলাটির শুনানিতে বিচারপতি বলেন, ‘‘কুণালের আত্মহত্যা(Suicide Attempt by Kunal Ghosh) করার সিদ্ধান্ত ঠিক ছিল না। কারণ আত্মহত্যা কখনওই কোনও সমস্যার সমাধান হতে পারে না।’’ উল্লেখ্য, কুণালের বিরুদ্ধে মামলাটি ছিল ৩০৯ ধারায়। এই মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা হতে পারে।
আরও পড়ুন- Nimal Majhi News: প্রৌঢ় চিকিৎসককে অশালীন ভাষায় হুমকির অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল বিধায়ক নির্মল মাঝি
কুণাল বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার আর্থিক তছরুপের(Sarada Chit Fund) ঘটনায় অভিযুক্ত হয়ে প্রেসিডেন্সি জেলে থাকাকালীন ঘটনাটি ঘটে। ২০১৪ সালের ১৩ নভেম্বর জেলে থাকার সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি(Kunal Ghosh)। সেই সময়েই পুলিশ অভিযোগ দায়ের করে যে, কুণাল জেলের ভিতরে একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই ঘটনার পর কুণাল ঘোষকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital)।