বগটুই কাণ্ডে (Rampurhat Violence) অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের (Anarul Hossain) জামিনের আবেদন খারিজ করল রামপুরহাট আদালত। শুক্রবার আনারুল সহ সাতজনের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার আদালতে আনারুলের হয়ে মামলা লড়েন অনুব্রত মন্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা (Anirban Guhathakurata)। কিন্তু সব পক্ষের সওয়াল জবাব শোনার পর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।
এদিন আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর আনারুল হোসেনের আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন। জানানো হয় তার মক্কেলকে যেন জেলে সব সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে আদালত সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে, আনারুল হোসেনরে সামাজিক অবদান কী! তারপর জেলে তাকে প্রথম ডিভিশনের কয়েদি হিসেবে তাকে মনোনীত করা হবে।
আরও পড়ুন: গরু পাচারে অভিযুক্ত বিকাশ মিশ্রের ১০ দিনের সিবিআই হেফাজত, ১৮ এপ্রিল তোলা হবে আদালতে
বৃহস্পতিবার মুম্বই থেকে রামপুরহাট কাণ্ডের চার অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই। তাদেরকেও এদিন আদালতে পেশ করা হয়। ওই চারজনকেই সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের নাম বাপ্পা শেখ, সাবু শেখ, সিরাজুল ইসলাম ও তাজ মহম্মদ। তাদের মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করে সিবিআই।