দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুলছাত্রীকে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় বড় সাজা আদালতের। বৃহস্পতিবার অভিযুক্ত মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার তাঁকে ফাঁসির সাজা শোনানো হয়। এই রায় ঘোষণা করেন শিলিগুড়ি অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর।
গত বছর ২১ অগাস্ট দার্জিলিংয়ের মাটিগাড়ায় একাদশ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। নৃশংস ঘটনায় শিউরে ওঠে রাজ্যবাসী। ঘটনার পরই দ্রুত গ্রেফতার কা হয় মহম্মদ আব্বাস নামে এক যুবককে।
বৃহস্পতিবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। শুক্রবার যুবকের সাজা শোনানোর কথা ছিল। সরকারি পক্ষের আইনজীবী বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ফাঁসির পক্ষে সওয়াল কেন। বিবাদী পক্ষের আইনজীবী যদিও ফাঁসি দের আবেদন জানান। শনিবার আসামি মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি মহকুমা আদালত।
সরকারি পক্ষের আইনজীবী জানিয়েছেন, "এটা বিরলতম ঘটনা। এটা বিরলতম কেস। আমরা ফাঁসির আবেদন করেছিলাম। ২টি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত ছাত্রীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।"