বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ বাড়াল আদালত । গরু পাচার মামলায় আরও ১১ দিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের সিবিআই আদালত । আগামী ২১ মার্চ অনুব্রতকে ফের আদালতে তোলা হবে । উল্লেখ্য, শুক্রবারই অনুব্রতের ৩ দিন ইডি হেফাজতের মেয়াদ শেষ হয় । কিন্তু, তিনদিনে সেভাবে জেরা করতে পারেননি ইডি আধিকারিকরা । সেকারণে অনুব্রতকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি । সেই আবেদন মঞ্জুর করেছে আদালত ।
কিন্তু, তিনদিন হেফাজতে নিয়েও কেন জেরা করতে পারেননি ইডি আধিকারিকরা ? মাত্র দুই ঘণ্টা কেন জেরা করা হল ? এদিন আদালতে সেই প্রশ্নই তুলেছিলেন অনুব্রতর আইনজীবী । ইডি-র তরফে জানানো হয়েছে ভাষাগত সমস্যা তৈরি হয়েছে। অভিযুক্ত বাংলা ছাড়া আর কোনও ভাষা বুঝতে বা লিখতে পারেন না বলে দাবি করা হয়েছে । উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে ইডি অফিসারদের । ইংলিশ বা হিন্দিতে প্রশ্ন করলে তার কোনও উত্তরই দিচ্ছেন না অনুব্রত । তিনি দু'টো ভাষাই জানেন না দাবি করেছেন । সেকারণে এবার অনুব্রতকে প্রশ্ন করার জন্য একজন ট্রান্সলেটর (অনুবাদক) ও বাংলা লেখার লোক জোগাড় করা হয়েছে। তাঁকে সঙ্গে নিয়েই এবার জেরা করা হবে।