তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা মানহানি মামলায় সমন জারি। মহম্মদ সেলিম, বিমান বসু এবং শতরূপ ঘোষের বিরুদ্ধে এই মামলায় ১৩ জুন আদালতে হাজিরা দিতে হবে। উল্লেখ্য, সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখি গাড়ি নিয়ে টুইট কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এর প্রেক্ষিতে দলের রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষকে কুরুচিকর ভাষায় প্রত্যুত্তর দেওয়ার অভিযোগ ওঠে শতরূপের বিরুদ্ধে। অভিযোগ, কুণালকে ‘টেস্ট টিউব বেবি’ বলে কটাক্ষ করেন কসবার বাম নেতা। তারপরই মানহানির মামলার হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ।
গত ২৮ মার্চ দলের রাজ্য দফতর থেকে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষের কটাক্ষের উত্তর দিতে গিয়ে তাঁকে ‘টেস্ট টিউব বেবি’ বলে কটাক্ষ করেন কসবার বাম নেতা। এছাড়া তিনি জানান, দুটি চেকের মাধ্যমে তাঁর গাড়ির পেমেন্ট করা হয়। সঙ্গে সামান্য কিছু নগদও লেগেছিল গাড়ির জন্য। শতরূপের অ্যাকাউন্ট থেকে চেক মারফত আড়াই লাখ টাকা দেওয়া হয়েছিল। তাঁর বাবার অ্যাকাউন্টের চেক থেকে ১৮ লাখ ১ হাজার টাকা পেমেন্ট করা হয়েছিল গাড়ি কেনার জন্য। বাকি ১ লাখ ৯৯ হাজার টাকা নগদে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- Kalighat Temple: কালীঘাট মন্দিরে নেই ২৪ ঘন্টার পানীয় জলের ব্যবস্থা, মেয়রকে চিঠি তৃণমূল পুরপিতার