করোনার (Covid-19) নতুন সাব ভ্য়ারিয়েন্ট বিএফ ৭-এর প্রভাব এবং সংক্রমণ রুখতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও কোর্বেভ্যাক্সের মতো করোনা টিকাগুলি আদেও কার্যকর কি না তা খতিয়ে দেখবে রাজ্য। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর একটি বৈঠক করে। ওই বৈঠকে নতুন সাব ভ্য়ারিয়েন্ট বিএফ ৭-এর ( Covid 19 bf 7 Sub Variant ) সংক্রমণ রুখতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এই টিকাকরণের বিষয়টিও নিয়েও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা পরিস্থিত কীভাবে সহজে মোকাবিলা করা যায়, শুক্রবার তা আলোচনা করার জন্য রাজ্যগুলির স্বাস্থ্য দফতরের সঙ্গে কেন্দ্র একটি বৈঠক করবে। এই বৈঠকেও কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও কোর্বেভ্যাক্স এই নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলা করতে সক্ষম কি না তা নিয়ে রাজ্যের তরফে কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে প্রশ্ন করা হতে পারে বলেই জানিয়েছে স্বাস্থ্য ভবন।
আরও পড়ুন- ফাঁকা ওএমআর জমা দিয়ে ৫৫-এ ৫৩, র্যাঙ্কও বেশ ভাল, সব তথ্য সামনে আনল এসএসসি
গত কয়েক মাস ধরেই ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। কিন্তু চিনে বেড়েই চলেছে করোনা সংক্রমণ (Covid-19) । দেশের দুই রাজ্যে ওমিক্রনের সাব-ভ্য়ারিয়েন্ট বিএফ.৭ হদিস মিলেছে। এই পরিস্থিতিতে উদ্বেগে রাজ্য। কারণ প্রতিবেশী রাজ্য ওড়িশাতেই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত দুইজনের খোঁজ পাওয়া গিয়েছে। সামনেই রয়েছে উৎসবের মরশুম। নয়া ভ্যারিয়েন্টের দাপটে যাতে রাজ্যের করোনা পরিস্থিতি যাতে ভয়াবহ না হয়ে ওঠে তা নিয়ে আগে থেকেই সতর্ক রাজ্য। গঠন করা হয়েছে কোভিড মনিটরিং কমিটি।