উত্তরবঙ্গে মাত্র তিন বছরের শিশুর করোনায় (Covid 19) আক্রান্ত হওয়ার খবর প্রকাশে এসেছে। জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশুটি। তার নমুনা পাঠানো হচ্ছে জিনোম সিকুয়েন্সের জন্য।
জানা গিয়েছে, জ্বরের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তিন বছরের শিশুটিকে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (RTPCR) করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পরিবার একটি বেসরকারি ল্যাব থেকে আরটিপিসিআর টেস্টও করায়। আর সেই রিপোর্টেই দেখা যায় করোনা পজেটিভ ওই তিন বছরে শিশুটি।
আরও পড়ুন- বছর শেষেই রাজ্যে চালু হচ্ছে বন্দে ভারত, ট্রেনের ভাড়া কত,সুবিধা কী কী, জেনে নিন
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বর্তমানে করোনায় মোকাবিলায় উদ্বিগ্ন রাজ্য। এই আশঙ্কার বাতাবরণে ওই শিশুটিকে বিশেষ নজরে রাখা হচ্ছে। আপাতত শিশুটির পরিবারকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদেরও নমুনা পরীক্ষা করান হতে পারে।