সংক্রমণ না কমলে ১৫ জানুয়ারির পর থেকে কোভিডবিধি সংক্রান্ত আরও কড়াকড়ি রাজ্যে, বৃহস্পতিবারের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। (Mamata)
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই রাজ্যে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ। তারপরই ৩ জানুয়ারি থেকে বাংলায় জারি হয়েছে করোনা সংক্রান্ত একগুচ্ছ বিধিনিষেধ। ১৫ জানুয়ারির মধ্যে সংক্রমণের হার উল্লেখযোগ্য রকম না কমলে বিধিনিষেধ বাড়ানোর কথা বললেন মমতা।
এদিনের ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) রাজ্যবাসীর উদ্দেশে কোভিড বিধি মানার পরামর্শ দেন তিনি। অহেতুক বাড়ির বাইরে না বেরনো, ওয়র্ক ফ্রম হোমের পরামর্শও দিলেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে নবান্নে যাচ্ছেন না, বাড়ি থেকে কাজ করছেন, উল্লেখ করেন।
ভাইয়ের বউ-এর করোনা, এদিকে ভাই রাস্তায় ঘুরছেন, 'অত্যন্ত ক্ষুব্ধ' মমতা
শুক্রবার, রাজ্যের একটি ক্যানসার হাসপাতাল উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), সেই অনুষ্ঠানেও ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা জানিয়েছেন মমতা।