সিউড়ির সমবায় ব্য়াঙ্কে (Suri Bank fake account) গ্রামবাসীদের নামে ভুয়ো অ্য়াকাউন্ট খোলা হয়েছিল প্রচুর, সে খবর সামনে এসেছে আগেই। কিন্তু অ্যাকাউন্ট খুলতে যাদের ছবি ব্য়বহার করা হয়েছিল, তাঁরা কারা? সে সব অ্যাকাউন্ট কি এখন অকেজো, নাকি চালু রয়েছে লেনদেন? তা জানতে এবার সেই ব্য়ক্তিদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বলে সিবিআই সূত্রে দাবি।
গরুপাচারের তদন্তে (Cow smuggling case) সম্প্রতি সিউড়ির সমবায় ব্যাঙ্কে আরও ১৫৩টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। এখনও পর্যন্ত মোট ৩৩০টি ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পেলেন গোয়েন্দারা। সূত্রের খবর, সিউড়ির সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে আরও বেনামি অ্যাকাউন্ট রয়েছে। ব্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া নথি দেখিয়ে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে জানতেন না কেউ।
Raj-Subhashree-Saraswati Puja: ভীষণ ব্যস্ত ইউভান, রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোয় তারকাদের সমাহার
সিবিআইয়ের কাছে ব্যাঙ্কের ম্যানেজার জানান, এক প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠরা অ্যাকাউন্টগুলি খুলিয়েছেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সিউড়ি ও বীরভূমের অন্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে আরও ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে।