গ্রাম পঞ্চায়েতে ২৫ ভোটে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী বাসুদেব সিং। কিন্তু তারপরেও তাঁকে হেরে যাওয়ার মুচলেখা দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি হুগলির তারকেশ্বরে। কোনও ক্রমে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বাসুদেব সিংয়ের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের আসনে ২৫ ভোটে জয়ী হয়েছেন। কিন্তু তার পরেই গণনাকেন্দ্রে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এমনকি, হেরে যাওয়ার মুচলেখা দিতেও চাপ দেয় শাসক দলের কর্মীরা।
যদিও কোনওক্রমে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি। ঘটনার পর জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। পাশাপাশি জয়ী শংসাপত্র দ্রুত দেওয়ারও দাবি করেছেন তিনি।
অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।