বৃহস্পতিবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল গ্রেফতার হতেই পথে নামল বামেরা। কোথাও বামেরা লাল ঝান্ডা নিয়ে পথে নেমেছে। আবার কোথাও বা ছাত্র-যুবরা মিছিল করে-ঢ্যাঁড়া পিটিয়ে পথে নেমে এই ঘটনার সমর্থন জানিয়েছে।
পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা ভোট, কখনও গুড়-বাতাসা, কখনও পাচন বাড়ি, আবার কখনও নকুল দানা- অনুব্রতর একের পর এক ডায়লগ হিট হয়েছে রাজ্য-রাজনীতিতে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় অনুব্রতর প্রিয় বাতাসা, মিষ্টি বিলি করল বামেরা। ড্রাম বাজিয়ে, গুড়-বাতাসা বিলি করে নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় মিছিল করে বাম ছাত্র-যুবরা। রীতিমতো ঢ্যাঁড়া পিটিয়ে অনুব্রত মন্ডলের গ্রেফতারির কথা ঘোষণা করা হয় মিছিল থেকে।
অন্যদিকে, আসানসোল আদালত চত্বরেও বিরাট মিছিল করে এসে বিক্ষোভ দেখায় সিপিএম। তাঁদের দাবি, অনুব্রত মন্ডলকে গ্রেফতার করলেই শুধু হবে না। তদন্ত যাতে কোনওভাবেই বাধাপ্রাপ্ত না হয়, তাও খতিয়ে দেখতে হবে। সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় জানান, উনি(অনুব্রত) এতদিন ঢাক বাজিয়ে সিপিএম কর্মীদের পিঠের চামড়া তুলেছেন, এখন সাধারণ মানুষ দেখতে এসেছেন কীভাবে সিবিআই তাঁর পিঠের চামড়া তুলছে। এর পাশাপাশি মিছিল থেকে নকুল দানাও বিলি করা হয়।