RG Kar Case: RG কর কাণ্ডের প্রতিবাদে মিছিল CPIM-এর, হাওড়া ব্রিজ অবরোধে SFI, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

Updated : Aug 17, 2024 20:13
|
Editorji News Desk

RG কর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মিছিল করল CPIM। রাসবিহারী মোড় থেকে শুরু করে রবীন্দ্রসদন পর্যন্ত ওই মিছিল হয়। উপস্থিত ছিলেন বিমান বোস, মহম্মদ সেলিম সহ একাধিক নেতা। 

CPIM নেতাদের অভিযোগ, রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে আর জি করের মতো একটি কলেজে এক মহিলা চিকিসৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছে। সেকারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। 

এদিকে CPIM এর মিছিলের সামনে থাকা ব্যানারে একাধিক দাবি থাকলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি একটাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এর বাইরে তাঁদের আপাতত অন্য কোনও দাবি নেই বলে জানিয়েছেন তাঁরা। 

এদিকে হাওড়া ব্রিজও অবরোধ করে রাখেন বাম ছাত্র-যুবরা। যার জেরে শনিবার বিকালের ব্যস্ত সময়ে যান চলাচল ব্যাহত হন। সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। যদিও প্রায় ২০ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।  

জানা গিয়েছে, এদিন সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে মিছিল শুরু করে SFI এবং DYFI। বঙ্কিম সেতু হয়ে তারা পৌঁছয় হাওড়া ব্রিজে। তারপর হাওড়া ব্রিজ অবরোধ শুরু করে তারা। বিকাল ৫টা থেকে প্রায় ৫টা ২০ পর্যন্ত সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকেই অভিযোগ করেছেন, পথ অবরোধের জেরে ট্রেন ধরার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। 

CPIM

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী