RG কর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মিছিল করল CPIM। রাসবিহারী মোড় থেকে শুরু করে রবীন্দ্রসদন পর্যন্ত ওই মিছিল হয়। উপস্থিত ছিলেন বিমান বোস, মহম্মদ সেলিম সহ একাধিক নেতা।
CPIM নেতাদের অভিযোগ, রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে আর জি করের মতো একটি কলেজে এক মহিলা চিকিসৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছে। সেকারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা।
এদিকে CPIM এর মিছিলের সামনে থাকা ব্যানারে একাধিক দাবি থাকলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি একটাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এর বাইরে তাঁদের আপাতত অন্য কোনও দাবি নেই বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে হাওড়া ব্রিজও অবরোধ করে রাখেন বাম ছাত্র-যুবরা। যার জেরে শনিবার বিকালের ব্যস্ত সময়ে যান চলাচল ব্যাহত হন। সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। যদিও প্রায় ২০ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
জানা গিয়েছে, এদিন সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে মিছিল শুরু করে SFI এবং DYFI। বঙ্কিম সেতু হয়ে তারা পৌঁছয় হাওড়া ব্রিজে। তারপর হাওড়া ব্রিজ অবরোধ শুরু করে তারা। বিকাল ৫টা থেকে প্রায় ৫টা ২০ পর্যন্ত সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকেই অভিযোগ করেছেন, পথ অবরোধের জেরে ট্রেন ধরার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল।