একটা সময় বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা কম্পিউটার চালুর বিরুদ্ধে ছিলেন৷ তারপর অবশ্য গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। সিপিএম এখন রীতিমতো টেক স্যাভি৷ সোস্যাল মিডিয়ায় সক্রিয় দলের ডিজিটাল শাখা। লোকসভা নির্বাচনের আগে সিপিএম সামনে আনল এআই সঞ্চালিকা 'সমতা'কে।
বঙ্গ সিপিএমের সোস্যাল মিডিয়া পেজগুলিতে দেখা গিয়েছে এই সঞ্চালিকাকে। সিপিএমের রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সমতা প্রচার করবেন বামপন্থীদের সমর্থনে।
Virat Kohli: মাঠে ঢুকে বিরাটকে ছুঁলেন ভক্ত, আইপিএলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
যুগ বদলাচ্ছে। বামপন্থীরাও অনেকখানি বদলে ফেলছেন নিজেদের। বঙ্গ রাজনীতিতে এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হল রাজনৈতিক প্রচারক। এর ফলে কি ভোটবাক্সে লাভ হবে সিপিএমের? তার উত্তর সময় বলবে।