শুক্রবার রাজ্যে ঘটে চলা আবাস দুর্নীতি সহ একাধিক দুর্নীতির প্রতিবাদে পথে নামল সিপিএম। এদিন উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের তরফে শাসনের খড়িবাড়ি থেকে কলুপাড়া পর্যন্ত পদযাত্রার ডাক দেওয়া হয়। মিছিলের পুরোভাগে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা নেতা পলাশ দাস, মহিলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, ছাত্রনেতা ময়ূখ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব।
সিপিএমের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে 'শাসক সন্ত্রাস'-এ ঘরছাড়া দলের বিভিন্ন কর্মী। তাই পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের 'সন্ত্রাস কবলিত' এলাকাগুলিতে ঘুরে ঘুরে মনোবল বাড়াবার চেষ্টা করছেন বাম নেতৃত্ব।
আরও পড়ুন- Delhi Hit and Run Case: অঞ্জলিকাণ্ডে ঘাতকদের ধরতে ব্যর্থ দিল্লি পুলিশ, বরখাস্ত ১১ জন
এদিনের পদযাত্রা থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্য ও কেন্দ্র সরকারকে একহাত নেন মহম্মদ সেলিম। তাঁর দাবি, কেন্দ্র এবং রাজ্য দুটি সরকারই কার্যত দুর্নীতির আঁতুড়ঘর। পঞ্চায়েত ভোটের আগে বামেদের এই সক্রিয়তা আদৌও ভোটবাক্সে প্রতিফলিত হয় কিনা, এখন সেটাই দেখার।