ইলেক্টোরাল বন্ড নিয়ে অভিনব নির্বাচনী প্রচার শুরু করল সিপিএম । সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় বামেদের একটি 'বিজ্ঞাপন' ভাইরাল হয়েছে । যেখানে বন্ডের টাকায় লাভবান দলের বিজ্ঞাপন দেখা ছেড়ে, রুটি রুজির লড়াইয়ে থাকার আর্জি জানিয়েছেন তাঁরা । উল্লেখ্য,ইলেক্টোরাল বন্ডের বিরোধিতায় প্রথম আদালতে গিয়েছিল বামেরাই ।
কী রয়েছে সিপিএমের ভাইরাল বিজ্ঞাপনে ?
'টাকা দিয়ে ছাপানো যায় । ইলেক্টোরাল বণ্ডে যারা হাজার হাজার কোটি পেয়েছে তারা এরকম অনেক ছাপাবে । তাই ভাড়া করা বিজ্ঞাপন ছেড়ে রুটি-রুজির লড়াইয়ে সঙ্গে থাকুন'...একেবারে শেষে লেখা হক রুটি রুজি, জনতাই পুঁজি ।'
Lok Shaba Election 2024 : বাংলায় বিয়াল্লিশে ৪২ তৃণমূল, লোকসভার প্রথম প্রচারেই সাফ কথা মমতার
উল্লেখ্য,লোকসভা ভোটের আবহে ইলেক্টোরাল বন্ড প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন । কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলির মধ্যে সবথেকে বেশি অনুদান পেয়েছে বিজেপি । তারপরেই রয়েছে তৃণমূল । তবে, বামদলগুলি দাবি করেছে তারা নীতির পরিপ্রেক্ষিতে এক পয়সা অনুদানও নির্বাচনী বন্ড মারফত নেয়নি । বামেরাই প্রথম নির্বাচনী বন্ড নিয়ে আদালতে যায় । এবার প্রচারেও বন্ডকেই হাতিয়ার করল বাম নেতৃত্ব ।