শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদে নামল সিপিআইএম(CPIM supporters show agitation)। পূর্ব মেদিনীপুরে পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে পথে নামেন বাম কর্মী-সমর্থকরা। শুক্রবার রাজ্যজুড়ে ঘটে চলা আবাস দুর্নীতির(Awaa Yojana Corrruption) বিরুদ্ধে নন্দকুমার বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়ে আক্রান্ত হন পরিতোষ পট্টনায়েক-মহাদেব ভূঞ্যা সহ একাধিক নেতাকর্মী। পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ তোলে সিপিআইএম(Police attacs on Left agitators)। এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়। ৮ জনকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়। তবে রাত থেকেই প্রতিবাদে নামে সিপিআইএম(CPIM)।
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার নন্দকুমার বিডিও অফিসে স্মারকলিপি দিতে যায় বামেরা। কিন্তু বিডিও অফিসের গেটে পুলিশ দেখে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বাম কর্মী-সমর্থকদের(Left Supporters show agitation) বিরুদ্ধে। পরে সিপিএম কর্মীরা মহিষাদল নন্দকুমার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বলে অভিযোগ। কিন্তু পুলিশ অবরোধ তুলতে গেলে বাম কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, হঠাৎই অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ(Police-CPIM workers clash)। এক মহিলা কর্মীকে চলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে ভ্যানে তোলা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন- Maheshtala Murder News: সাতসকালে এলাকায় ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, আতঙ্কে রয়েছেন মহেশতলার বাসিন্দারা
রাতে আচমকাই দলীয় দফতর থেকে নন্দকুমার থানার পুলিশ(Nandakumar Police Station) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, পরিতোষ পট্টনায়ক-সহ ৮ সিপিএম কর্মী-সমর্থককে আটক করে। পরে গ্রেফতার করা হয় তাঁদের। তবে রাতেই ৮ জনকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়।