মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নিল বর্ধমানের বড়শুল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন দুই পুলিশকর্মী। তাঁদের মধ্যে একজন শক্তিগড় থানার OC দীপক সরকার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে ম্যাটাডোরে করে মনোনয়ন জমা দিতে গিয়েছিল সি পি আই এম প্রার্থীরা। অভিযোগ সেসময় বড়শুল মোড়ের কাছে তাদের পথ আটকায় একদল তৃণমূল কর্মী। শুরু হয় বচসা। সেখান থেকে রণক্ষেত্রের চেহারা নেয় বরশুল মোড়। লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।
খবর পেয়ে শক্তিগড় থানার ওসি দীপক সরকারের নেতৃত্বে প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করে। সেসময় একটি ইটের টুকরো দীপকবাবুর মাথায় লাগে।
সিপি এমের অভিযোগ, মনোনয়ন দিতে যাওয়ার সময় পথ আটকে তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, সি পি এমের কর্মীরাই লাঠি নিয়ে হামলা চালায়।